ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অপসাংবাদিকতার বিরুদ্ধে বুধবার মানববন্ধন


সাইফুল ইসলাম বিপ্লব | Published: 2017-08-09 07:15:20 BdST | Updated: 2024-05-18 10:17:56 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বহুবার নানা চক্রান্ত হয়েছে। কারণ সবাই জানে, এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করে তুলতে পারলেই পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে দেয়া সম্ভব। গত কিছুদিন ধরে এ দেশের গণমাধ্যমগুলো উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অসত্য, অনৈতিক ও অভদ্র সাংবাদিকতার প্রকৃষ্ট উদাহরণ - গত রাতে এটিএন নিউজ এ মুন্নী সাহার অনুষ্ঠানে উপাচার্যের নাম ব্যঙ্গ করে উপস্থাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ব্যঙ্গ করা মানেই বিশ্ববিদ্যালয়কে অবমাননা করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শান্তিপূর্ণ পরিবেশ গত ক'বছরে বিরাজ করছে, যেভাবে সেশনজট ছাড়া শিক্ষার্থীরা পাশ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে, তা এ দেশের ইতিহাসে অনুকরণীয়। অথচ সুবিধাভোগী কিছু মানুষ হিংসাত্নক হীন মানসিকতা চরিতার্থ করার উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করে নোংরামি করছে।

সময় এসেছে আমাদের কথা বলবার। আগামীকাল ৯ আগস্ট ঠিক বেলা ১২ টায় আমরা অপরাজেয় বাংলার সামনে দাঁড়াবো প্রতিবাদের ফেস্টুন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যানকামী প্রগতিশীল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং কর্মকর্তারা এক হয়ে সোচ্চার হতে চলে আসুন অপরাজেয় বাংলার সামনে ঠিক ১২ টায়।

এমএসএল