প্রধানমন্ত্রীর জন্ম‌দিনে জাবি ছাত্রলীগের আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ


শরিফুল ইসলাম | Published: 2019-09-29 06:48:25 BdST | Updated: 2024-05-18 14:46:50 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ। এ সময় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে বিভিন্ন হল থেকে আগত প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, শেখ হাসিনা হলের সামনে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার মাধ্যমে সমাপ্তি হয়।

এ সময় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মহান অভিভাবকের জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা সবাই গর্বিত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করে জাবি ছাত্রলীগ

 

এরআগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে জুম’আর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করে জাবি শাখা ছাত্রলীগ। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হলেও বিদেশে অবস্থান করায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।

এসএম/ ২৮ সেপ্টেম্বর ২০১৯