ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: জাবি শিক্ষককে অব্যাহতি


শরিফুল ইসলাম | Published: 2019-09-30 07:31:47 BdST | Updated: 2024-05-18 18:28:48 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্তের কাজ শুরু করেছে। রোববার যৌন নিপীড়নের বিরোধী সেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষককে বিরত থাকার সুপারিশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল। তাদের এ সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে ওই শিক্ষককে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

উল্লেখ্য,১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে সভাপতি বরাবর লিখিত অভিযোগ করে অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে এক ছাত্রী। গত বুধবার বিভাগের সভাপতি নাসরীন সুলতানা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগটি পাঠান ।

এসএম/ ২৯ সেপ্টেম্বর ২০১৯