রবিবার থেকে ১০০০ ছাত্রীকে সাইক্লিং শেখাবে ডাকসু


ঢাবি টাইমস | Published: 2019-11-16 21:05:16 BdST | Updated: 2024-05-19 13:18:59 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সাইকেল প্রশিক্ষণ শুরু  রবিবার থেকে।

আগামী ১৭ নভেম্বর (রবিবার) দুপুর ১:০০ ঘটিকায় শারীরিক শিক্ষা কেন্দ্র এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রীদের সনদ এবং স্বেচ্ছাসেবকদের সনদ ও সম্মানী দেয়া হবে।

এক হাজার নারী শিক্ষার্থীকে সাইকেল প্রশিক্ষণ দেয়া হবে।

ডাকসুর পক্ষ থেকে সদস্য তিলোত্তমা শিকদার ও ফরিদা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ নিতে ইচ্ছুক যে সকল ছাত্রীরা রেজিস্ট্রেশন করেছেন, সেই ছাত্রী বোনদের অবশ্যই আগামী ১৭ নভেম্বর (রবিবার) দুপুর ১২:০০ টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল এবং স্বেচ্ছাসেবকদের কাছ থেকে টি-শার্ট গ্রহণ করার আহবান জানানো হল। শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনকৃত প্রশিক্ষণ ও প্রশিক্ষক ছাত্রীদের টি-শার্ট দেওয়া হবে।

উল্লেখ্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জোবাইক  সাইকেল সার্ভিস চালু করার পর থেকে নারী শিক্ষার্থীদের মাঝে সাইক্লিং শেখার আগ্রহ দেখা যায়। তারই পরিপ্রেক্ষিতে এই সাইকেল প্রশিক্ষণের আয়োজন করেছে ডাকসু।