'অতন্দ্র বাংলাদেশ' ঢাবি শাখার নতুন কমিটি গঠন


DU times | Published: 2019-11-18 11:19:28 BdST | Updated: 2024-05-19 14:00:36 BdST

প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক সংগঠন 'অতন্দ্র বাংলাদেশ’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আব্দুর রহমান আবির এবং সাধারণ সম্পাদক রেনু তাজের নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এই নাম ঘোষণা করা হয়।

অতন্দ্র বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে মোঃআব্দুর রহমান আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে রেনু তাজের নাম ঘোষণা করা হয়।আগামী একবছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।এবং ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মোঃআব্দুর রহমান আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের ১ নং সদস্য।

সাধারণ সম্পাদক রেনু তাজ ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ কুয়েত মৈত্রি হল ছাত্র সংসদের সদস্য। 

'অতন্দ্র বাংলাদেশ' প্রগতিশীল সমাজ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানে সামাজিক কর্মকাণ্ড করছে ।

নব্য ঘোষিত সভাপতি আব্দুর রহমান পদপ্রাপ্ত হয়ে বলেন, সামাজিক ও আর্তমানবতার সেবায় এগিয়ে যেয়ে নতুন একটি বাংলাদেশ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণদের নিয়ে নতুন করে নতুন কিছু করার যে দায়িত্ব আরোপিত হয়েছে তা পালন করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাবো।

নব্য সাধারণ সম্পাদক রেনু তাজ বলেন, সমাজ এবং দেশের সেবায় কাজ করবো। নতুন বাংলাদেশ তৈরির প্রত্যয়ে এগিয়ে যাবো।

প্রসঙ্গত,২০১৬ সালে প্রতিষ্ঠিত অতন্দ্র বাংলাদেশ বিভিন্ন সামাজিক সেবামুলক কাজ করে যাচ্ছে।