ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার মানববন্ধন


ঢাবি টাইমস | Published: 2017-08-14 04:29:23 BdST | Updated: 2024-05-13 00:02:43 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির মেরুদণ্ড, জাতিসত্তার স্তম্ভ। এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয় পুরো দেশকে। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ স্থিতিশীল থাকার ওপর নির্ভর করে বাংলাদেশের স্থিতিশীলতা। এই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হওয়ার ওপর নির্ভর করে বাংলাদেশের সুন্দর পথচলা। এই বিশ্ববিদালয়ের সর্বোচ্চ অভিভাবক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর নেতৃত্বে আমাদের সবুজ এই ক্যাম্পাস অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিতও হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি চিহ্নিত গোষ্ঠী জাতির এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নানা মিথ্যাচার, তথ্য বিভ্রাট ও বিকৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টায় নেমেছে এদেশের শান্তি বিনষ্টকারী একটি গোষ্ঠী, যারা কিনা সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ষড়যন্ত্রকারীদের এই হীনচেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রাচ্যের এই অক্সফোর্ডের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে এবার ঐক্যবদ্ধ হয়েছে টিএসসি ভিত্তিক সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বহুমুখী ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মানববন্ধন' করবে সংগঠনগুলো--

তারিখ: ১৬ আগস্ট, বুধবার, দুপুর১২টা
স্থান: সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

এই মানববন্ধনে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। ষড়যন্ত্রের নাগপাশ ভেঙে দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে স্থিতিশীল ও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার এই ঐক্যবদ্ধ প্রয়াসে সর্বস্তরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ কাম্য।---- বিজ্ঞপ্তি 

 

এমএসএল