ঢাবির বাসে শ্রমিকদের হামলার প্রতিবাদ ডাকসুর


ঢাবি টাইমস | Published: 2019-11-22 02:15:49 BdST | Updated: 2024-05-19 13:02:54 BdST

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে পরিবহন শ্রমিকদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা।

গতকাল বুধবার গাজীপুরের টংগীতে ঢাবির ক্ষনিকা বাসে হামলা চালায় ধর্মঘট করা শ্রমিকারা। এছাড়াও সাইনবোর্ড এ ইশা খা বাসেও হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডাকসু ভিপি নুরুল হক নুর।

পরিবহন সম্পাদক শামস ঈ নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসের উপর হামলা করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের উপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীদের উপর হামলা করা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা এই হামলা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এই হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ অতিশীঘ্রই গ্রহণ করুন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার সময় উপযোগী যথাযথ একটি আইন প্রণয়ন করেছেন। আমরা এ আইনকে সাধুবাদ জানাই কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা নিজেদের স্বার্থের বাইরে কখনো চিন্তা করতে পারে না তারা ধর্মঘট ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা করে কলঙ্কজনক একটি বিষয় ঘটিয়েছে। আমরা সরকারের কাছে তাদের জোর শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন আসিফ তালুকদার, মাজহারুল কবির শয়ন, মাহমুদুল হাসান, তিলোত্তমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।