শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে ঢাবি উপাচার্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান


Dhaka | Published: 2019-11-25 17:33:06 BdST | Updated: 2024-05-19 10:02:18 BdST

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ঢাবি উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়টির আচার্য মো. আবদুল হামিদ। রবিবার বিকেলে (২৪শে নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালাতে ক্যাম্পাসের সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান রাষ্ট্রপতি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে জোর দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিজ্ঞান ভিত্তিক কর্মকান্ডে যুক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাসহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫২তম সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতিকে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন সম্পর্কেও অবহিত করেন। ‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য সুরক্ষা’ শীর্ষক এ সেমিনারে দেশ-বিদেশের শতাধিক বিজ্ঞানী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।