১ম 'ডি.ইউ. থিংকস' বক্তৃতা অনুষ্ঠিত হবে ১লা ডিসেম্বর


Dhaka | Published: 2019-11-29 06:10:57 BdST | Updated: 2024-05-19 15:47:49 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমিত গবেষণা সম্পৃক্ততার বয়ানে শিক্ষার্থীরা সম্পূর্ণভাবেই অনুপস্থিত। সামান্য যাও কিছু সেমিনার, সিম্পোজিয়াম বা কনফারেন্স হয়, সেখানে মূল আকর্ষণ হিসেবে শিক্ষকমণ্ডলীই প্রবন্ধ উপস্থাপন করেন। এই শূন্যতাকে পূরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেদ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আন্তর্জাতিক সম্পাদকের দপ্তর থেকে প্রকাশিত ডাকসু ল এন্ড পলিটিক্স রিভিউ জার্নালের উদ্যোগে আগামী ০১ ডিসেম্বর, বেলা ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডি.ইউ. থিংকস” শীর্ষক সিরিজ বক্তৃতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের গবেষণা অভিসন্দর্ভগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পলিসি নির্ধারণী আলোচনায় জায়গা করে দিতেই এই আয়োজন করা হচ্ছে।

এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের গবেষণা নিজ নিজ ক্ষেত্রের বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করার সুযোগ দেওয়া হবে।

এই বিষয়ে আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিন অর্নি বলেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগ প্যানেলের প্রতিশ্রুতি ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। সে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ডাকসুর পক্ষ থেকে একটি বড় পদক্ষেপ হচ্ছে "ডি.ইউ. থিংকস”।

এই আয়োজনের প্রথম পর্বে শিক্ষার্থীদের মধ্য থেকে তার গবেষণা অভিসন্দর্ভ উপস্থাপন করবেন ক্রিমিনোলজি বিভাগের কৃতি শিক্ষার্থী সুমাইয়া ইকবাল। তার গবেষনার প্রতিপাদ্য জংগীদের সদস্য সংগ্রহ প্রক্রিয়ায় আকর্ষণীয় ব্যক্তিত্বের ব্যবহার।

বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ-উজ-জামান, ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। প্যানেল সদস্যবৃন্দ ছাড়াও উক্ত আয়োজনে আলোচ্য বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের ব্যপক সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।