উপাচার্যের পরিদর্শন: জিয়া হলে নির্মিত হবে নতুন পাঠকক্ষ


ঢাবি টাইমস | Published: 2019-11-30 10:18:13 BdST | Updated: 2024-05-19 16:00:04 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সম্প্রসারিত পাঠকক্ষ স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান। আজ দুপুর ১২টায় উপাচার্য এ স্থান পরিদর্শন করেন।

হলের মূল ভবনের সাথে কাঠামোগত সামঞ্জস্যতা না থাকায় উত্তর ব্লকের পেছনের দিকে ফাঁকা স্থানে একটি টিনশেড পাঠকক্ষ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাঠকক্ষে প্রবেশের জন্য এ ব্লকের শিড়ির নিচ থেকে দরজা রাখা হবে।

উপাচার্য স্থান পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিনকে স্কেচ তৈরিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জিয়া রহমান, সিনিয়র আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক আবু তোফায়েল মোঃ শামসুজ্জোহা, আবাসিক শিক্ষক মোঃ মেহেদী হাসান, এফ এম তানভীর শাহরিয়ার এবং এ বি এম নাজমুস সাকিব।

ছিলেন হল সংসদের সহ-সভাপতি শরিফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ মমিন আবির ও পাঠকক্ষ সম্পাদক আব্দুল মান্নান।

জিয়া হল ছাত্র সংসদের জিএস হাসিবুল হোসেন শান্ত বলেন, নতুন পাঠ পক্ষের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। আশাকরি অতি দ্রুত পাঠ কক্ষের জন্য নির্ধারিত জায়গায় ভবন নির্মাণ হবে।

উল্লেখ্য, হলের পাঠকক্ষ হিসেবে ব্যবহৃত ২টি কক্ষে স্থান সংকুলান না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নতুন পাঠকক্ষ স্থাপনের দাবি জানিয়ে আসছিল। হল সংসদের প্রচেষ্টায় আজ উপাচার্যের উপস্থিতিতে এ দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেল।