কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ


Comilla | Published: 2019-12-13 11:37:23 BdST | Updated: 2024-05-18 15:55:00 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনির্দিষ্টকালের জন্য সান্ধ্যকালীন কোর্সে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ক্যাম্পাস টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই আমি এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছি। নতুন করে সান্ধ্যকালীন কোর্সে কোন শিক্ষার্থী ভর্তি করা হবে না। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তারা কোর্স সম্পন্ন করতে পারবে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সর্বমোট ছয়টি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু ছিলো।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানান, ইউজিসির নির্দেশনা পেলে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করে দেয়া হবে। আমাদের আসন্ন সমাবর্তনে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।