নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরংকুশ জয়


Noakhali | Published: 2019-12-14 05:37:56 BdST | Updated: 2024-05-18 14:47:08 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা।

নীল দলের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান।

১৩ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের ড. মোহাম্মদ বেলাল হোসেন।

তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২৭২ । তার মধ্যে ভোট পড়ে ২৫৩টি। সব প্রার্থী ভোটগ্রহণকালে নির্বাচন পরিষদকে সহযোগিতা করেছেন। কোনো প্রার্থী কোনো ব্যাপারে অভিযোগ করেননি।

সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পান ১৭৭ ভোট। তার নিকটতম প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন ব্যালটে পড়ে ৭২টি ভোট।

সাধারণ সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান পান ১৩৮ ভোট। তার নিকটতম প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম পান ১০৩ ভোট।

এছাড়া নীল দল থেকে সহ-সভাপতি পদে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (১৫৯ ভোট), যুগ্ম-সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন (১৪১ ভোট), কোষাধ্যক্ষ পদে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ সারওয়ার (১৩৭ ভোট), প্রচার সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী বিভাগের ড. আরাধন সরকার (১৪৭ভোট) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম (১৫৮ ভোট) বিজয়ী হন।

পাশাপাশি সদস্য পদে নীলদল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ (১৮০ ভোট), বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা সরকার (১৩৫ ভোট), সিএসটিই বিভাগের প্রভাষক এ কিউ এম সালাউদ্দিন পাঠান (১৬৪) ও বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান (১৩৮ভোট) বিজয়ী হন।