বিজয় দিবস কনসার্টে উল্লসিত ঢাবি ক্যাম্পাস


ঢাবি টাইমস | Published: 2019-12-17 19:47:12 BdST | Updated: 2024-05-18 18:33:11 BdST

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহযোগিতায় আয়োজিত বিজয় দিবস কনসার্ট উল্লসিত ঢাবি ক্যাম্পাস।

‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হলের মাঠে দুপুর ২টা থেকে শুরু হয় অনুষ্ঠানটির সূচনা পর্ব।

মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখার প্রয়াসে মূলত এই আয়োজন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মূলে ছাত্ররাই ছিলো। তাদের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ এগিয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা এখনো এই ছাত্রদের দিকে তাকিয়ে আছি। তাদের নিয়ে আমরা গর্ব করি। আগামী দিনে এই ছাত্ররাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

.

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এক অসাম্প্রদায়িক বাংলাদেশের। মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই জীবন দিয়েছে। আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই দেখানো পথেই এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার পথে ছাত্রদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠানের মধ্যে ছিলো মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান সংগীত সম্রাজ্ঞী মমতাজ বেগম, জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমিসহ অন্যান্য সংগীত শিল্পীবৃন্দ।

বিজয়ের গান পরিবেশন করেন ফকির আলমগীর। সাংষ্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও ইসরাত পায়েল।

এতে ছিলো বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডাকসুর পরিবেশনা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।