'সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সান্ধ্য কোর্স থাকতে পারে'


ঢাবি টাইমস | Published: 2019-12-30 10:54:49 BdST | Updated: 2024-05-18 17:06:41 BdST

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্প্রতি এক সমাবেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স খোলার তীব্র সমালোচনা করেছেন। আপনার মন্তব্য কী?

মাকসুদ কামাল: বর্তমান বিশ্বের প্রধান শক্তি নলেজ ইকোনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতি। যদি জ্ঞান তৈরির লক্ষ্যে, জনশক্তির দক্ষতা বাড়ানোর জন্য সান্ধ্য কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু থাকে, তাতে আপত্তির কিছু থাকতে পারে না। হার্ভার্ডেও এ ধরনের কোর্স আছে। তবে দেখতে হবে, নিয়মিত শিক্ষার কোনো ক্ষতি না হয়। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সান্ধ্য কোর্স থাকতে পারে; এলোমেলোভাবে নয়।

একদা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই। বিষয়টি কি বেদনাদায়ক নয়?

মাকসুদ কামাল: বিদেশে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় আমলে আনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত। গবেষণায় পরিমাণ, গবেষণা খাতে ব্যয়, নিজস্ব আয়, বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি। এই মাপকাঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তালিকায় ওপরের দিকে না থাকার অর্থ এই নয় যে এখান থেকে নিম্নমানের স্নাতক তৈরি করেছেন। এখানকার স্নাতকেরা বিদেশের অনেক উন্নত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন, এখনো হচ্ছেন। আমাদের নির্বাচনী অঙ্গীকার হলো শিক্ষকদের গবেষণার সুযোগ-সুবিধা আরও বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়া।