২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে 


Dhaka University | Published: 2019-12-31 08:55:40 BdST | Updated: 2024-05-18 19:06:51 BdST

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে 

ডাকসু নির্বাচন 

স্বাধীনতা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নানামুখী ভূমিকা দেশকে পথ দেখিয়েছে বিভিন্নভাবে। সেই ডাকসুতে নির্বাচন হয়নি প্রায় তিন দশক। উপাচার্যরা আসেন আর যান, কিন্তু ডাকসু নির্বাচন থেকে যায় আশ্বাসের বেড়াজালেই ছিল। বর্তমান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রশাসনের দৃঢ়তায় এ বছরের শুরুর দিকে সচল হয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জায়গা ডাকসু। নানা নাটকীয়তার মধ্য দিয়ে ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, স্বতন্ত্র জোট, ইসলামী শাসনতন্ত্র, ছাত্রমুক্তিজোটসহ বিভিন্ন প্যানেলের ২১ প্রার্থীকে হারিয়ে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নুরুল হক নুর। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে পরিচিতি পান নুর। আন্দোলন চলাকালীন সময়ে ৩০ জুন (২০১৮) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বেড়ধক পিটুনির পর সহমর্মিতা পেয়েছিলেন শিক্ষার্থীদের। গণরুম, গেস্টরুম বন্ধ করে প্রথমবর্ষ থেকে সিট নিশ্চিত, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সবুজায়ন, মেডিক্যাল, পরিবহন, অ্যাকাডেমিক সব বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। পরে নির্বাচনেও পান জয়ের দেখা।

.

ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নুরুল হক সহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ৩৫ হন আহত হয়েছে বলে দাবি কোটা নেতা হাসান আল মামুনের।  তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন, দুই পক্ষ মিলে মারামারি করেছে, তারা পরিস্থিতি শান্ত করেছেন। এই ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

শোভন-রাব্বানীর পদত্যাগ

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন।১৪ সেপ্টেম্বর শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা। এদিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ঢাবি ভিসি হলেন ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি। রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হলো।

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি অচল

রাজধানীর সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোয় তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ২১ জুলাই রোববার সকালে তাঁরা ভবনগুলোর ফটকে তালা ঝুলিয়ে দেন। তাঁরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেয় ছাত্র অধিকার পরিষদের নেতারা। 

ঢাবি ভর্তি জালিয়াতি: ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আরও ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তাও জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরের অপরাধ-অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে খবর প্রচারের পর ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িতদের নাম-পরিচয় চ্যানেল টোয়েন্টিফোরে আগেই প্রকাশ পেলেও, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষায় ছিল সিআইডির অভিযোগপত্রের। গত জুনে সেটি আদালতে জমা হলে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়। অবশেষে শৃঙ্খলা পরিষদের বৈঠকে ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ।

.

ঢাবির ৫২তম সমাবর্তন 

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।  সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন বক্তা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সাইন্স’ ডিগ্রি দেওয়া হবে। ৫২তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ৭৯ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪ জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ডাকসুর ৭ নেতার সান্ধ্যকালীন কোর্সে ভর্তি নিয়ে প্রশ্ন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের আট নেতার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর পড়া শেষ হওয়ায় নির্বাচনের আগমুহূর্তে ব্যবসায় শিক্ষা অনুষদের একটি সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রামে তাঁরা ভর্তি হন। ভর্তির নীতিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ওই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। কিন্তু তাঁদের কেউই তাতে অংশ নেননি। ভর্তি হওয়া একাধিক ছাত্র এবং ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা প্রথম আলোর কাছে এ কথা স্বীকার করেছেন। এসব নেতাদের বহিস্কারের দাবি জানায় বিভিন্ন সংগঠন। 

নতুন নিয়মে জালিয়াতমুক্ত ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। নতুন পদ্ধতিতে, দেড় ঘণ্টায় এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তরে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। এমসিকিউ অংশে ৬০ প্রশ্নের জন্য সময় ৫০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ সর্বমোট ৭৫। পাস মার্ক ৩০। আর লিখিত অংশে সময় ৪০ মিনিট। পাস মার্ক ১২।

ক ইউনিট ভর্তি পরীক্ষার ফল স্থগিত 

খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ২০ অক্টোবর স্থগিত করা হয়। ফলাফল ঘোষণার পরই গণিত অংশের ফলাফল নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা।এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কিছু সময় পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল স্থগিতের ঘোষণা দেয়।গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। ‘ক’ ইউনিটে এবার এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন।

এসএম হলে হামলার শিকার হয়ে পর ভিসির বাড়ির সামনে নূরের অবস্থান

মিছিল নিয়ে এসএম হলে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হওয়া ডাকসুর ভিপি নুরুল হক নূর এই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ চার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। মিছিল নিয়ে এস এম হলে গিয়ে তোপের মুখে ভিপি নূর, সমাজসেবা সম্পাদক আখতার এবং শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি। তার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-ছাত্রলীগের ‘কবল’ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মুক্ত করা, অছাত্র ও বহিরাগতদের তাড়াতে হলগুলোতে অভিযান পরিচালনা এবং নিয়মিত ছাত্রদের হলের সিটগুলোতে থাকার ব্যবস্থা করা। পরে তদন্ত কমিটি গঠন করলে আন্দোলন স্থগিত হয়। 

.