বিএনপিপন্থী শিক্ষকদের বিপক্ষে হেরে গেলেন নীল দলের সাদেকা হালিম


ঢাবি টাইমস | Published: 2019-12-31 10:25:29 BdST | Updated: 2024-05-18 17:06:11 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকর পরিষদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম।

ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক মোঃ লুৎফর রহমান। শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকর পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের একমাত্র জয়ী প্রার্থী তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন পরিচালক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মোঃ হাসিবুর রশিদ নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

নির্বাচনের প্রকাশিত ফলে দেখা যায়, সাদেকা হালিম ৩ ভোটে পরাজিত হয়েছেন। অধ্যাপক মোঃ লুৎফর রহমান পেয়েছেন ৬৮৪ ভোট এবং একই পদে অধ্যাপক সাদেকা হালিম পেয়েছেন ৬৮১ ভোট।

শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকর পরিষদের সভাপতি হয়েছেন ডিজিস্টার সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক মোঃ নিজামুল হক ভূইয়া।

তাঁরা দু জনই আওয়ামীলীগ সমর্থিত নীল দল থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন।