জাবির শহীদ সালাম বরকত হলে নতুন আসবাবপত্র বিতরণ


JU | Published: 2019-12-31 10:31:08 BdST | Updated: 2024-05-18 19:01:45 BdST

শরিফুল ইসলাম, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ সালাম বরকত হলে (শ সা ব হ) শিক্ষার্থীদের মাঝে সোমবার (৩০ডিসেম্বর) নতুন আসবাবপত্র বিরতণ কর্মসূচি উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিতরণকৃত আসবাবপত্রের মধ্যে রয়েছে ৪০ টি চেয়ার, টেবিল, তাক ও চৌকি।

শহীদ সালাম বরকত হলের কমনরুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আযম তালুকদারের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, 'গনরুম শিক্ষার্থীদের পড়াশুনার অন্তরায়। এই অসুবিধা থেকে মুক্তির জন্য প্রথমেই হলের কাজ শুরু করেছি। প্রশাসন যতদুর সম্ভব শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে। হল প্রশাসনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।'

তিনি অধিক উন্নয়ন প্রকল্পের কাজে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। সকলকে মুজিবর্বষের শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে উপাচার্য শিক্ষার্থীদের মাঝে নতুন আসবাবপত্র বিতরণ করেন।

 

সভাপতির বক্তব্যে প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আযম তালুকদার বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল অফিসের জন্য বরাদ্ধ দিয়েছে। অফিসের কাজ জানুয়ারী থেকে শুরু হবে। শহীদ সালাম বরকত ও কামালউদ্দিন হলের মসজিদের কাজও ফেব্রুয়ারী থেকে আরম্ভ হবে। আমাদের সীমাবদ্ধতার কারনে ইচ্ছা থাকলেও সব সময় শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তারপরও চেষ্টা করছি যতদুর সম্ভব শিক্ষার্থীদের সুবিধা প্রদান করা যায়।'

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ভারপ্রাপ্ত রেজিষ্টার রহিমা কানিজ, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মন্ডল প্রমুখ।