জাবি ভিসির অপসারণ দাবিতে আবারও বিক্ষোভ


জাবি | Published: 2020-01-06 07:07:01 BdST | Updated: 2024-05-18 17:36:32 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমরা দুর্নীতিমুক্ত দেখতে চাই। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দ্রুত সম্পন্ন করে তাকে অপসারণ করতে হব।’

ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনকে বানচালের হীন চেষ্টা হিসেবে গত ৫ নভেম্বর হামলা চালায় ছাত্রলীগ। এতে প্রত্যক্ষভাবে মদদ দেন উপাচার্য ও তার সমর্থকেরা। দুই মাস অতিবাহিত হলেও সেই হামলার কোনো বিচার হয়নি। এ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য আর কাম্য নয়। তার অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।’

সমাবেশে সমাপনী বক্তব্যে আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে ৯ ডিসেম্বর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম।

ছাত্রফ্রন্টের জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু।