ঢাবির ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ


ঢাবি টাইমস | Published: 2020-01-06 12:39:28 BdST | Updated: 2024-05-18 19:01:03 BdST

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের ৩ নেত্রী আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষের পর রাত দশটার দিকে হল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহতরা হলেন হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ইসরাত জাহান ইতি, সমাজসেবা সম্পাদক পাপিয়া আকতার ও হল শাখা ছাত্রলীগের সদস্য মিলি রাণী। এদের মধ্যে ইতি ও পাপিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাপিয়া আকতার ও রিয়া আকতারের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পাপিয়া আকতার হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ও রিয়া আকতার একই প্যানেলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।

হল শাখা ছাত্রলীগের অন্য একটি সূত্র জানায়, ঝামেলার সূত্রপাত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীর একদিন আগে ৩ জানুয়ারি রাতে। প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে ঝামেলার সূত্রপাত। শাড়িগুলো হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (খাদিজা-নাবিলা কমিটি) সালসাবিল খান বিতরণ করেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে হল শাখার বর্তমান সাধারণ সম্পাদক রওনক জাহান রাইনের সঙ্গে ঝামেলা হয়।

সূত্র জানায়, শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় ঝামেলা হয়নি। রোববার রাত ৮টার পরে পুনরায় ঝামেলা শুরু হয়। এতে পাপিয়া আক্তার নামে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনার পরপরই ওই হলের সাধারণ ছাত্রীরা ছাত্রলীগ নেত্রী ও অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া আকতারের বহিষ্কারের দাবিতে হলের সামনে বিক্ষোভ করে বলে জানা যায়।

সালসাবিল বলেন, রাইয়ান,নিশি ও তার কর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া আক্তার শান্তা, ও হলের হাউস টিউটরকেও মারধর করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন বলেন, শাড়ি নিয়ে এ সংঘর্ষ হয়নি। পূর্ববর্তী বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। রিয়া আকতার তার বাহিনী নিয়ে আমাদের পলিটিক্যাল ব্লকে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। সেখান থেকে হামলার সূত্রপাত। তবে হল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা সম্পর্কে ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা এ হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করব। আগামীকাল ভিসি স্যারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।