ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে তৎপর ডাকসু


Dhaka | Published: 2020-01-28 23:36:58 BdST | Updated: 2024-05-13 14:55:31 BdST

পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার ক্যাম্পাস টাইমসের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান ডাকসুর সদস্য মাহমুদুল হাসান।

তিনি জানান, ‘ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ১০০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে। তাদের দেওয়া তথ্যমতে প্লাস্টিকের ব্যবহারের ফলে ক্যাম্পাস সব থেকে বেশি অপরিচ্ছন্ন হচ্ছে। তাই পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে এখন থেকে আর প্লাস্টিক ব্যবহার করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ওয়ান টাইম গ্লাস-প্লেটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এগুলো ব্যবহারের ফলে ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই শিক্ষার্থীদের সচেতন করতে এই ১০০ জনের স্বেচ্ছাসেবী দল আগামী ৩ মাস এ নিয়ে কাজ করবে।’

এদিকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতায় টিম গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু। ৩০০ সদস্যের এই টিম প্রতিনিয়ত ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে কাজ করে যাচ্ছে ।