সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ডাকসুর ১০ দাবী


ঢাবি টাইমস | Published: 2020-02-14 05:45:12 BdST | Updated: 2024-05-13 11:43:49 BdST

পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন কার্যক্রম চলছ ডাকসুর পক্ষ থেকে। এই লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের নিয়ে টিম গঠিত হয়, যারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তবে, এই কার্যক্রমকে আরও বেগবান করতে ডাকসুর পক্ষ থেকে ডাকসু সদস্য মাহমুদুল হাসান উপাচার্যের নিকট একটি দরখাস্ত দাখিল করেন। সেখানে ১০ টি পদক্ষেপের ব্যাপারে বলা হয়েছে, 

১। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নির্দেশক চিহ্ন স্থাপন করা। যেমন: নাে পার্কিং জোন, প্রসাব করা নিষেধ, ময়লা
ফেলা নিষেধ ইত্যাদি সম্বলিত।
২। চিহ্নিত ১০টি স্থানে সবুজ ঘাস ও বৃক্ষ রােপনের পদক্ষেপ নেওয়া ।
৩। প্রয়ােজনীয় ভ্রাম্যমান দোকানকে নির্দিষ্ট শর্ত প্রদান পূর্বক আইডি কার্ড দ্রুত প্রদানের ব্যবস্থা।
৪। ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা।
৫ শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের অন্তত ৩টি হ্যান্ড মাইক প্রদান করা।
৬। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার।
৭। নষ্ট ডাস্টবিন পরিবর্তন।
৮। সুফিয়া কামাল হলের ফুট ওভার ব্রীজে লাইট প্রদান করা।
৯। কার্জন হলের আশেপাশে লাইটের ব্যবস্থা করা।
১০। পরিচ্ছন্নতা কর্মী ও স্বংশ্লিষ্ট কর্মচারীদের নাম্বার ও ঠিকানা স্বেচ্ছাসেবকদের প্রদান করা।

এব্যাপারে ডাকসুর সদস্য মুহা. মাহমুদুল হাসান বলেন, “ আমরা গত একমাস ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদিক্ষণ করে যে সকল প্রতিবন্ধকতা ও সমস্যা লক্ষ্য করেছি, উপাচার্য স্যারের নিকট তা পেশ করেছি। স্যার স্বংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আশা করি তারা দ্রুত পদক্ষেপ নিবেন। শিক্ষার্থীরা সুফল ভোগ করতে পারবেন অচিরেই। আর পরিচ্ছন্ন ক্যাম্পাসের স্বপ্নদ্রষ্টা স্যার নিজেই সুতরাং আমাদের কার্যক্রমে স্যার খুবই আন্তরিক । “

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ ২০২০’ এবং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করছে।

পরিচ্ছন্নতা অভিযানে ১০০ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

গত ১২ জানুয়ারি থেকে স্বেচ্ছাসেবকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি জোনে দায়িত্ব পালন করছেন। সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা প্রথম শিফট এবং বিকাল ৪টা থেকে ৬টা দ্বিতীয় শিফটে স্বেচ্ছাসেবকরা সচেতনতামূলক প্রচারণার দায়িত্ব পালন করছেন।
এসকল কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডাকসুর সদস্য মুহা. মাহমুদুল হাসান।