ঢাবিতে হাউজ অব ভলান্টিয়ার্স এর সেমিনার অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2017-08-18 17:17:53 BdST | Updated: 2024-09-19 07:11:55 BdST

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক রোগ বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের লক্ষ্যে গত ১২ই আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে হাউজ অব ভলান্টিয়ার্স এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“মেন্টাল হেলথ ফার্স্ট এইডঃ ফ্রম সারভাইভিং টু থ্রাইভিং” শীর্ষক শিরোনামে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মাহজাবীন হক এবং প্রভাষক উম্মে কাওসার।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মানসিক স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় নিয়োজিত প্রতিষ্ঠানের প্রতিনিধি  শামসিন আহমেদ এবং  ফারজানা আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা মাহজাবীন হক আলোচিত মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, কিছু সাধারণ মানসিক সমস্যার উৎস ও প্রতিকার এবং নিজেদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বিষয়ে আলোচনা করেন।

মেন্টাল হেলথ ফার্স্ট এইডের জাতীয় পর্যায়ের প্রশিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উম্মে কাওসার তার বক্তব্যে আত্মহত্যামূলক প্রবণতার মোকাবিলায় ঝুঁকিতে থাকা ব্যক্তি ও তার সংস্পর্শে থাকা ঘনিষ্ঠদের জন্য পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, হাউজ অফ ভলান্টিয়ার্স ২০০৭ সাল থেকে বাংলাদেশে দেশের শিক্ষা, পরিবেশ এবং সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে।

 

এমএসএল