ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ আর নেই


Islamic University | Published: 2024-09-11 23:35:07 BdST | Updated: 2024-09-18 19:29:16 BdST

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮.৪৫ এর দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জানা গেছে, তিনি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

শিক্ষার্থী মোঃ মোমিন বলেন, স্যারের মৃত্যুর খবরটা এখনো বিশ্বাস করতে‌ পারছি না। বিভিন্ন স্যারকে কল দিয়ে নিশ্চিত হচ্ছিলাম। শুনতে চাচ্ছিলাম স্যারেরা বলুক যে তিনি চিকিৎসাধীন আছেন। কিন্তু হায় তিনি আর আমাদের মাঝে নেই। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে।

অর্থনীতি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, আমরা এখন স্যারের বাসাতেই আছি। হাসপাতালে গিয়েছিলাম ডাক্তাররা বলেছে স্যার হাসপাতালে নেওয়ার আগেই ইন্তেকাল করেছিলেন। আগামীকাল সকাল ১১ টায় আছে এবং বাদ জোহর কুষ্টিয়া শহরে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় ১৯৬৪ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন তিনি। ইবির এই সুপরিচিত অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে। অধ্যাপক আব্দুল মুঈদ বিশিষ্ট কলামিস্ট হিসেবে সুপরিচিত। এছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ছিলেন।