বশেমুরবিপ্রবিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো দুই বিভাগের শিক্ষার্থীরা


Gopalganj | Published: 2020-03-08 21:49:30 BdST | Updated: 2024-05-18 16:02:52 BdST

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অফিস রুমে তালা মারাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সর্ম্পক ও এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

ররিবার দুপুর ১ টায় দুই বিভাগের সংঘর্ষ শুরু হয় এতে প্রায় ২০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়।

জানা যায়, রুম দখলকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিসরুম দখল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ঐ বিভাগের অফিসরুমে হামলা চালায়। হামলাকারী শিক্ষার্থীরা আবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শেখ আবদুর রহিমসহ অন্তত ১৫জন শিক্ষার্থী আহত হয় ৷ নিলরঞ্জন গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷