বর্ণিল আয়োজনে নারী দিবস পালন ডাকসুর


ঢাবি টাইমস | Published: 2020-03-09 04:39:33 BdST | Updated: 2024-05-18 19:01:38 BdST

বিতর্ক, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও কনসার্টের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫ হাজার শিক্ষার্থীর প্রায় অর্ধেকই নারী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এ বর্ণিল আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন ডাকসুর সদস্য রাইসা নাসের এবং আহ্বায়ক ছিলেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

গান পরিবেশন করছেন হাসান

 

৩ দিনব্যাপী আয়োজনেড় প্রথম ও দ্বিতীয় দিন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৩য় দিন পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে কনসার্টের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন শিল্পী হাসান , মার্সেল এন্ড ব্রাদার্স,  গানপোকা এবং এশেজ।

বক্তব্য রাখছেন ডাকসু সদস্য রাইসা নাসের

 

ডাকসুর সদস্য রাইসা নাসের বলেন, "আমাদের মনন, সত্তা ও বিকাশের প্রতিটি পরতে মিশে আছে নারীদের অবদান। ঔপনিবেশিক শাসনের বেড়াজাল ভাঙ্গার আন্দোলন থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন, মুক্তির সংগ্রাম কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে জড়িয়ে আছে নারীর বলিষ্ঠ নেতৃত্ব। দশভূজা নারীরা একদিকে যেমন পরম মমতায় আগলে রেখেছে পরিবারকে, তেমনিভাবে তাদের সুনিপুণ দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে দেশের অর্থনীতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে। নারীর অবিনশ্বর ও অপূরণীয় এই ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই ছিল আমাদের এই আয়োজন।"

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, আমাদেরকে একটি লিঙ্গবৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশ রুমের ব্যাবস্থা করতে হবে । বিশ্ববিদ্যালযয়ে সেক্সুয়াল হারাসমেন্ট কোর্ট গঠন করতে হবে । ডাকসুর পক্ষ থেকে এ বিষয়ে নানান উদ্যোগ নিয়েছি।

.

ডাকসুর জিএস গোলাম রাব্বানী তার বক্তব্যে বলেন,

"নারী, তুমি যে অনন্তকালের মহাকাব্য... যার কেবল আদি আছে, অন্ত: খোঁজে সে সাধ্য কার! তোমারেই দেখি আমি শতরূপে শতবার... জননী রূপে মমতার ভান্ডারী, ভগিনী রূপে স্নেহের পূজারী, প্রেয়সী রূপে প্রেমের হিমাদ্রী!"

"ধৈর্যবতী, তুমি চাইলেই সব পারো! শতবর্ষী তপস্বীর ধ্যান ভাঙাতে, মোহবশে ধনবান রাজপুত্র নির্বাসনে পাঠাতে, নিরস প্রস্তরখন্ডে সুগন্ধি পুষ্প ফোটাতে, নিস্তরঙ্গ জলাধারে সুর-তাল-লয়ের স্রোতধারা ছোটাতে, অশ্বারোহী মহাযোদ্ধার প্রবল অসী আপন করকমলে লোটাতে।"

.

গোলাম রাব্বানী নারীদের প্রশংসা করে বলেন, "তোমা মাঝেই যেন জগত আছে, যা কেবল তোমাতেই পূর্নতা পায়! নিজেরে আলোকিত করো হে নারী, করো স্বয়ংসম্পূর্ণ... সব সম্ভব না-কে বদলে দাও, সম্ভাবনায়। তোমার মেধা-মনন-সৌন্দর্যের হিরন্ময় দ্যুতিতে জ্বলবে আলো জগৎময়! নারী দিবসে বিশ্বের সকল নারীর তরে হৃদয় নিঃসৃত শ্রদ্ধা-ভালবাসা "।

ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৭ জন নারী সদস্য।