করোনাভাইরাস: বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা সমাধান নয় - উপাচার্য


ঢাবি টাইমস | Published: 2020-03-14 11:07:25 BdST | Updated: 2024-05-18 11:39:53 BdST

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের সবচাইতে বড় উপায় হলো সবাইকে সাবধানে ও সতর্কতামূলক অবস্থান গ্রহণ করতে হবে। আর বিভিন্ন আচরণে শিষ্টাচার অনুসরণ করতে হবে। এসব নিয়ে শঙ্কিত হওয়া যাবে না। আমরা যদি সবক্ষেত্রে দায়িত্বশীল, সচেতন ও সতর্ক থাকি, তাহলে সমাজের অনেক অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব।

নভেল করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাকে সমাধান হিসেবে দেখছেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

এ বিষয়ে তিনি বলেন, “করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। গতকাল প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ বিষয়ে কথা হয়েছে। হলগুলোতে আমাদের শিক্ষকরা খোঁজ-খবর নেবেন। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা সমাধান নয়।”

করোনার জন্য বিশেষজ্ঞরা এখন জমায়েত বা যে কোন ধরনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, টিএসসি এবং হলগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেবে। বিশেষ করে গণরুমগুলোতে যদি এ ভাইরাস ছড়ায়, তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝুঁকির মধ্যে পড়বে।

নাইম সরদার নামে এক শিক্ষার্থী বলেন, বসবাসের অযোগ্য শহরে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতার কথা মূলত সুশীল মার্কা একটা বক্তব্য মাত্র। চীন, ইতালি, সৌদি আরবে বসবাসরত লোকজন আমাদের চেয়ে অবশ্যই বেশি সচেতন। কিন্তু ভাইরাস যেহেতু চোখে দেখা যায় না, তাই জনবহুল পরিবেশে সচেতন থেকে কোন লাভ হবে বলে মনে করি না। আর যদি সত্যই বাংলাদেশে করোনা আক্রান্তের সম্ভবনা থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে।

ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের সকল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। তাদের বিষয়ে আমরা দায়িত্বশীল। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হলগুলোতে প্রস্তুতির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদেরকেও সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, প্রভোস্ট কমিটির মিটিংয়েও করোনার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সুরক্ষা করতে আমরা সবসময় প্রস্তুত। শিক্ষার্থীদের যখন যেটা প্রয়োজন, আমরা তা সরবারাহ করবো।