করোনা আতঙ্কে ঢাবি ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশন


ঢাবি টাইমস | Published: 2020-03-15 04:52:30 BdST | Updated: 2024-05-18 10:19:04 BdST

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তারা।

অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন টেলিভিশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন, কে এম তুর্য।

এ বিষয়ে হাসান বিশ্বাস বলেন, সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একবার করোনা হলে তা সাড়ানো কষ্টসাধ্য হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হোক।

জুনাইদ হোসেন বলেন, দাবি আমাদের একটি, সেটি হলো ক্যাম্পাস বন্ধ। আমাদের চারজনের রুমে ৩০-৪০জন থাকি। ক্লাসরুমেও তাই। করোনা এমন একটি ভাইরাস তা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে ঘন্টা খানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।

এদিকে গতকাল শুক্রবার সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করাটাই সব সমস্যার সমাধান নয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭টি বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ইতিমধ্যেই ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।