চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ


Chittagong | Published: 2020-03-17 03:14:53 BdST | Updated: 2024-05-18 13:13:19 BdST

করোনাভাইরাস সংক্রমণরোধে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ সময় সব ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল ১৮ মার্চ দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি বলেন, দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি ঘোষণার পর আমরা জরুরি সিন্ডিকেট সভায় মিলিত হই। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছি। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টার মধ্যে সব আবাসিক হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেয়া হয়েছে। তবে ২৯ মার্চ পর্যন্ত দাফতরিক কার্যক্রম চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা খবরে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টার ট্রেনে শতাধিক শিক্ষার্থীকে বাড়ির পথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যেতে দেখা যায়।

বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা জানান, করোনার সংক্রমণরোধে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্তত বাড়িতে গিয়ে কিছুটা আতঙ্কমুক্ত থাকা যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধ না করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বেশি থাকত।