চিকিৎসাহীন পাগল-ভবঘুরে হয়ে ঘুরছেন ঢাবির এই শিক্ষার্থী!


ঢাবি টাইমস | Published: 2020-03-17 09:07:30 BdST | Updated: 2024-05-18 13:23:20 BdST

ছবির ছেলেটির নাম আবু তালিব! ডাকসু ভিপি নুরুলহক নুরের ডিপার্টমেন্টের বন্ধু! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে ভালো একটি ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টের থেকে তুলনামূলকভাবে একটু বেশি মেধাবী শিক্ষার্থীরাই এই ডিপার্টমেন্টে ভর্তি হয়।বিশেষ করে যারা ইংরেজিতে খুব ভালো তারা।

ভিপি নুর আর এই ছেলেটি সেই ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র!ছেলেটির এসএসসি ও এইচএসসি দু'টোতেই Golden A+ ছিলো!

আজকের ঘটনা বলি,

দুপুরে আইবিএতে খাবো বলে নুর ভাই আর আমি ডাকসু থেকে বের হচ্ছিলাম।গেটে ছেলেটি আমাদের দিকে হাত পেতে টাকা চাচ্ছিলো।যদিও মুখ দিয়ে তখন কথা বলে নি।

টাকা চাওয়ার পরে নুর ভাই ছেলেটিকে চিন্তে পারে।নুর ভাই বলে,মশিউর ছেলেটি আমার ডিপার্টমেন্টের বন্ধু ছিলো।ওর নাম আবু তালেব।আমার থেকেও আবু তালেব ডিপার্টমেন্টে ভালো ছাত্র ছিলো।

তখন বার বার নুর ভাই ওর সম্পর্কে ওকে জিজ্ঞেস করে,কি হয়েছে তার জানতে চায়।কিন্তু কিছু না বলেই ছেলেটি চলে যাওয়ার চেষ্টা করে।

তখন নুর ভাই বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এই অবস্থা হতে পারে না।তখন দৌড়ে গিয়ে আমি তাকে ধরি। পরবর্তীতে প্রোক্টর স্যারের সাথে দেখা করে ছেলেটির সম্পর্কে বিস্তারিত কথা বলি ও ডিপার্টমেন্ট থেকে তার তথ্য সংগ্রহ করি।

প্রক্টর স্যার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ওর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন।

পরবর্তী সময়ে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আমরা তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠাই।

নুর ভাইয়ের পকেটে তখন ২ হাজার টাকা ছিলো।সেই টাকাটা দিয়েই নুর ভাই তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান।

ছেলেটির পরিবারের সাথেও নুর ভাই যোগাযোগ করেছেন।আশা করছি,আবারও আবু তালেব ভাই সুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরে আসবেন।লেখাপড়ায় ফিরতে পারবেন।

এভাবেই গড়ে উঠুক একটি মানবিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,গড়ে উঠুক একটি মানবিক বাংলাদেশ।

লেখক: মশিউর রহমান