বৃদ্ধাশ্রমে ৯০ জন মা-কে করোনার হাত থেকে বাঁচাতে ত্রাণ


ঢাবি টাইমস | Published: 2020-03-22 06:02:16 BdST | Updated: 2024-05-18 10:52:48 BdST

২১ শে মার্চ সকালে আপন নিবাস বৃদ্ধাশ্রমে প্রায় ৯০ জন বৃদ্ধ মায়েদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে DUSAU (Dhaka University Students Association of Uttara) । করোনা মোকাবিলার জন্য হ্যান্ড-ওয়াশ, স্যানিটাইজার, সাবান, স্যাভলন এবং ফলমূল বিতরণ করা হয়৷

মহামারী এই করোনায় সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বয়স্ক ব্যক্তিরা। তাই তাঁদেরকে সচেতন করার জন্য এবং ঝুঁকিপূর্ণ অবস্থা এড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ডুসাউয়ের বর্তমান সভাপতি আবির আহমেদ বলেন, "আমি গত বৃহস্পতিবার বৃদ্ধাশ্রমের কতৃপক্ষের সাথে কথাবার্তা বলে জানতে পারি তাঁদের এখানে করোনা মোকাবিলার জন্য যথেষ্ট সামগ্রী নেই। এছাড়া তাঁরা এই বিষয়ে খুব বেশি কিছু জানেনও না। তাই ২ দিনের মধ্যে আমরা এই ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি এবং তাঁদেরকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি। "

তার কাছ থেকে আমরা আরো জানতে পারি যে, ডুসাউ একটি সামাজিক সংগঠন যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় এবং অবহেলিত মানুষদের জন্য কাজ করা। ২০১২ সাল থেকে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। এখানে যারা কাজ করে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী।

সর্বশেষে ডুসাউ সবার কাছে আহ্বান করে যে, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে এই মহামারীর ব্যপারে সচেতন থাকে এবং যতটা সম্ভব জনবহুল জায়গাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখে ৷