আপনার একটু সহায়তায় বেঁচে যাবে ঢাবি ছাত্রের জীবন


ঢাবি টাইমস | Published: 2020-03-28 17:51:28 BdST | Updated: 2024-05-18 09:08:30 BdST

লিভার সিরোসিস এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো: তানভীর হোসেনকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

জানা যায়, তানভীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং মুহসিন হলের আবাসিক ছাত্র এবং একজন ফুটবলার। তিনি বর্তমানে পান্তপথ বি আর বি হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, তানভীর লিভার সিরোসিস এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় পান্তপথ বি আর বি হাসপাতালে ভর্তি হয়ে এখন আই সি ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিআরবি হাসপাতালের আইসিইউতে কেমন খরচ সেটা আমরা সবাই জানি। তানভীরের অসহায় পরিবারের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ফুটবলার হিসেবে আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের জন্য কাজ করাটা জটিল হয়ে যাচ্ছে। তারপরেও আমরা আশায় আছি, অপেক্ষায় আছি আপনাদের সাহায্যের। আমার, আপনার, আমাদের সবার সম্মিলিত সাহায্যই পারে তানভীরকে সুস্থ করে তুলতে এবং পরিবারের উপর চাপ কমাতে।

তানভীর হোসেনের চাচা মোহাম্মদ মিন্টু  জানান, আমরা তানভীরকে নিয়ে আইইউসিতে ছিলাম সেখান থেকে অবস্থা ভালো বলে পাঠিয়ে দেয়া হয়েছে এখন আমরা বিআরবিতে আছি। পরিবারের পক্ষে আসলেই খুব কষ্টকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এগিয়ে আসছে। সেভাবে এখনো সহযোগিতা পাইনি, সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।

সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত একাউন্টগুলোতে।
বিকাশ- (সবগুলো পার্সোনাল)
01777858577(আশরাফুল)
01521253827(তানভীর)
রকেট
015211116894(আশরাফ)
019113441894(আকরাম)
নগদ
01675519516(রিয়াদ)
01911344189(আকরাম)

যেকোন তথ্য অনুসন্ধান বা যাচাইয়ের জন্য যোগাযোগ করতে পারেন তানভির হোসেনের সাথে। মোবাইল: ‭01710172714‬ (তানভীর)