'দেশের ক্রাইসিসে ঢাবি শিক্ষক সম্পর্কে ধারণা পুরো বদলে গেছে'


Dhaka | Published: 2020-03-31 20:49:23 BdST | Updated: 2024-05-18 05:58:35 BdST

৮ম দিনের মত আমার কার্যক্রম চলছে। প্রতিদিন ১০০ শ্রমজীবী খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও রাতে ৫০০ ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার নিয়ে উপস্থিত হয়।

আর আমার এই কার্যক্রমে যারা নিরবে সবচেয়ে বেশে সহযোগিতা করেছে তারা হচ্ছে আমার শিক্ষকরা। হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমার একটু ভিন্ন ধারনা ছিল কিন্তু দেশের এই ক্রাইসিসে কাজ করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে আমার ধারণা পুরো বদলে গেছে।

অনেক শিক্ষকদের এতো আন্তরিকতা, খোঁজ খবর নেওয়া থেকে সর্বোচ্চ সহযোগিতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সহযোগিতার আচরণ অবচেতনে সরণ করিয়ে দিয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের পাশে আছে।

ধন্যবাদ দিয়ে ছোট করবো না এই মানুষ গুলোকে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। যতদিন আপনারা সাহস যোগাবেন ততদিন আমার মত সৈকতরা কাজ করে যাবে ইনশাল্লাহ।

কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করবেন।
নাম্বারঃ 01684023411

লেখক: তানবির হাসান সৈকত, সদস্য-ডাকসু