প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই দিনের বেতনের টাকা দিবে ঢাবি শিক্ষকরা


ঢাবি টাইমস | Published: 2020-04-02 04:34:23 BdST | Updated: 2024-05-18 07:17:59 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দু'দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাবি শিক্ষক সমিতি।

বুধবার রাতে এক প্রেস বিগ্গপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে নববর্ষের আপ্যায়ন বাবদ প্রত্যেক হলের জন্য বিশ্ববিদ্যালয় যে টাকা বরাদ্দ দেয়, সেই অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেয়ার জন্য ডাকসুর পক্ষ থেকে উপাচার্যের কাছে আহ্বান জানানো হয়েছে।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বুধবার ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

প্রতি বছর পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সেই বাজেট সংকট মোকাবেলায় অনুদান হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানিয়ে আসছে। তারই পরিপেক্ষিতে এই আহ্বান জানানো হয় ।