করোনাভাইরাস টেস্টে প্রস্তুত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাবি টাইমস | Published: 2020-04-12 21:29:10 BdST | Updated: 2024-05-18 09:58:44 BdST

নভেল করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করতে ল্যাবে পরীক্ষা করার সম্মতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়। এছাড়া করেনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে এ ধরণের প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য বলেন, ‘এটা একটি জাতীয় সমস্যা। জাতীয়ভাবেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তারা সবকিছু ব্যবস্থা করে দিলে আমরা বিষয়টি দেখবো।’ এসময় কোন সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার সব সক্ষমতা আমাদের আছে। আমরা আগেই বিষয়টি জানিয়ে দিয়েছি। এখন আমাদের সব ব্যবস্থা করে দিলে আমরা পরীক্ষার ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীনভাবে করোনা পরীক্ষা বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘জাতীয়ভাবে বিষয়টি আমাদেরকে বলা হলে তখন আমরা এ ব্যাপারে আলোচনা করবো। যখন ওরা সব ব্যবস্থা করে আমাদেরকে দেবে তখন আমরা কাজ করবো।’

জানা গেছে, করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর মূল্যায়ন শেষে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস কোভিড-১৯ রোগ সনাক্তকরণের জন্য রিয়েল টাইম পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়কে করোনা সনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দেয়া হয়েছে।

অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদফতর এ সম্মতি দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীক্ষা সম্ভব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪ জন শিক্ষক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করবেন। তারা ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন শিক্ষক এই ল্যাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে।