করোনা: ঢাবির ৬৪ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা মার্কেটিং বিভাগের


ঢাবি টাইমস | Published: 2020-04-14 04:13:49 BdST | Updated: 2024-05-18 10:40:26 BdST

করোনা সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগ। মার্কেটিং বিভাগ ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এখনও পর্যন্ত তারা ৬৪ জন শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা করেছে এবং তাদের এই উদ্যোগ চলমান রয়েছে।

বিভাগের শিক্ষার্থীদের এই সংকট মোকাবিলায় প্রথম থেকেই সবরকম সহায়তার আশ্বাস প্রদান করেন বিভাগের চেয়ারম্যান ড.মিজানুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকেরা৷

সোমবার এ কার্যক্রমের সাথে জড়িত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন শান্ত এসব তথ্য ক্যাম্পাসটাইমসকে নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের নাম গোপন রাখার শর্তে এই কার্যক্রম পরিচালিত হয়।

বিভাগের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ " মার্কেটিং পরিবার " এ শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং জানায় এমন উদ্যোগ তাদের সংকট নিরসনে খুবই ফলপ্রসু হবে। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়৷