করোনা ভাইরাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু


ঢাবি টাইমস | Published: 2020-06-01 04:16:57 BdST | Updated: 2024-05-18 22:03:17 BdST

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাকিল উদ্দিন ইন্তেকাল করেছেন।

ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে রবিবার রাত ৮ টা ৪০ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেন। এই শিক্ষকের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।

তাঁকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো গেলনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক হৃদয় তাঁকে প্লাজমা দিয়েছিলেন।

তাঁর মৃত্যুতে শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টারে থাকেন। তার করোনা শনাক্ত হওয়ার পর ওই এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।তিনি কোয়ার্টারে নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের একজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি স্বাস্থ্য অথর্নীতি বিভাগের অধ্যাপক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’