ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশন কাল রবিবার


ঢাবি টাইমস | Published: 2020-06-14 02:45:25 BdST | Updated: 2024-05-18 14:47:48 BdST

করোনাভাইরাস সংকটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হবে। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অধিবেশন সম্পর্কে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯ প্যানডেমিক) উদ্ভূত পরিস্থিতিতে সিনেটের এই বার্ষিক অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে। এ বছর করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সিনেট সদস্যবৃন্দ এবং সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মী ছাড়া অন্যকাউকে আমন্ত্রন জানানো হয়নি বিধায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।