ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন চলছে


DU | Published: 2020-06-14 22:38:41 BdST | Updated: 2024-05-18 16:02:48 BdST

দুই প্রো ভিসি ও ট্রেজারার ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশন শুরু হয়েছে।রোববার (১৪ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন শুরু হয়।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে এতে যোগ দেননি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দীন। ঢাবির ইতিহাসে এটিই প্রথম সিনেট অধিবেশন যেখানে দুইজন প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত নয়।

ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে যোগ দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহবান করছেন।