ঢাবিতে আগামী ১ বছরের জন্য উন্নয়ন ফি বাতিল চান ডাকসুর এজিএস


Dhaka | Published: 2020-06-15 00:13:30 BdST | Updated: 2024-05-18 15:56:01 BdST

আবাসিক সংকটের স্থায়ী সমাধান, আগামী এক বছরের জন্য উন্নয়ন ফি বাতিলকরণ , সেশনজট মোকাবেলায় সুচিন্তিত পরিকল্পনাসহ পাঁচটি দাবি সিনেটে উত্থাপন করেছেন  ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়ে শিক্ষা, শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সাদ্দাম হোসেন এসব দাবি তুলে ধরেন।

তার দাবি গুলো ছিল নিম্নরূপ:

১. আবাসিক সঙ্কটের স্থায়ী সমাধানঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যাবতীয় সমস্যার সমাধান ও স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে শিক্ষার্থীদের আবাসন সঙ্কটের স্থায়ী সমাধান হতে হবে। এ জন্য আর কোন চিরস্থায়ী অপেক্ষা নয়, শিক্ষার্থীদের স্বার্থে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে।

২. উন্নয়ন ফি বাতিলকরণঃ
করোনা সঙ্কটকালীন সময়ে আগামী এক বছরের জন্য শিক্ষার্থীদের থেকে সব রকম উন্নয়ন ফি নেয়া বন্ধ রাখতে হবে। এক বছর পর স্বল্প সময়ের মধ্যে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের উপর থেকে উন্নয়ন ফি আদায় বন্ধ করে শিক্ষাব্যয় কমাতে হবে।

৩. সেশন জট মোকাবিলাঃ
করোনা সঙ্কটের কারণে যে সেশনজট তৈরি হতে যাচ্ছে তা কোমাবিলায় সাপ্তাহিক দুইদিনের ছুটি বাতিলকরণ, অতিরিক্ত ক্লাস গ্রহণসহ অন্যান্য ব্যবস্থাপনা চালু করতে হবে। অনলাইন ক্লাস সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষে যৌক্তিক সমাধান করতে হবে।

৪. ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিতকরণঃ
পরবর্তী ডাকসু নির্বাচনের জন্য আবারও যেন দশকের পর দশক অপেক্ষা করতে না হয় সেজন্য ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়ের জমি উদ্ধারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে অবস্থিত পুলিশ ফাঁড়ি, আণবিক শক্তি কমিশনের জায়গা উদ্ধার করে সেখানে আবাসন, একাডেমিক ও গবেষণা সহায়ক শিক্ষা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে হবে।