ঢাবি সিনেটে নতুন ৩ সিন্ডিকেট সদস্য মনোনীত


ঢাবি টাইমস | Published: 2020-06-15 00:39:24 BdST | Updated: 2024-05-18 15:16:37 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তিনজনকে মনোনয়ন দেয়া হয়েছে।

তারা হলেন- ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খান।

রোববার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে এই তিনজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এর আগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়। বাজেটবিহীন সিনেট অধিবেশনকে গুরুত্বহীন উল্লেখ করে অধিবেশন বয়কট করেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-উপাচার্য।

একই কারণে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও। এ জন্য সিনেট অধিবেশন একাই পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের প্রতি গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট।