চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫২ কোটি টাকার বাজেট উপস্থাপন


চবি টাইমস | Published: 2020-06-29 01:19:26 BdST | Updated: 2024-05-18 16:47:17 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের মোট ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। শনিবার নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৬তম যৌথ সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. শিরীণ আখতার। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী। নতুন বছরের বাজেটের পাশাপাশি ২০১৯-২০ অর্থবছরের ৩৪১ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে। ওই অর্থবছরে মোট ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। আগামী সিনেট সভায় উপস্থাপিত বাজেট ও সংশোধিত বাজেটের অনুমোদন দেওয়া হবে।

সভায় উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সরকারের গৃহীত কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে শিক্ষা-গবেষণার মান অধিকতর বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। করোনা ভাইরাসের এ মহামারীতে শিক্ষা-গবেষণার ক্ষতি পুষিয়ে উঠতে ইতোমধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পর্ষদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি যা অচিরেই দৃশ্যমান হবে।

সভায় করোনা মহামারিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

সিন্ডিকেট ও এফসি’র যৌথ সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, অনলাইনে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সম্পদ বড়ুয়া ও সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ কে এম নুর আহমদ এবং এফসি সদস্য অধ্যাপক ড. ইমরান হোসেন, অধ্যাপক ড. সুলতান আহমেদ, অনলাইনে অংশগ্রহণ করেন এফসি সদস্য অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান ও ছিদ্দিকুর রহমান ভূঁইয়া।