ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ


ঢাবি টাইমস | Published: 2020-07-01 02:08:01 BdST | Updated: 2024-05-18 18:33:07 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮টি অনুষদের ডিনদের দুই শিক্ষাবর্ষের (২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০) কার্যকালের মেয়াদ শেষ হবে। এসব হচ্ছে- কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদ এবং চারুকলা অনুষদ।

এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে অনধিক ৯০ দিনের জন্য অথবা পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য এসব অনুষদের নির্বাচিত ডিনগণকে স্ব-স্ব অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।