লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস এর নতুন কমিটি গঠন


Dhaka | Published: 2020-07-01 17:36:23 BdST | Updated: 2024-05-18 16:03:25 BdST

'লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস' এর ২০-২১ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি লিও-মোঃ শিহাব উদ্দিন এবং সাধারন সম্পাদক হিসেবে লিও সাইফুল ইসলাম খান মনোনীত হয়েছেন।

সোমবার রাতে "লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস" এর ক্লাব উপদেষ্টা লায়ন রবিউল ইসলাম রাজুর অনুমোদনে নতুন কমিটির ঘোষনা করেন লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস এর প্রধান উপদেষ্টা- লায়ন আজহার মাহসুদ (পি.এম.জে.এফ), এবং ফ্যাকাল্টি উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান।

কমিটির বোর্ড অব ডিরেক্টর'স হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন- লিও রোমানা পাপড়ি (সদ্য সাবেক সভাপতি) , লিও তামান্না আক্তার (সহ-সভাপতি), লিও শেখ ইসমাইল (সহ-সভাপতি), লিও আব্দুল্লাহ আল মামুন (সহ-সভাপতি), লিও রেজওয়ানা শারমিন (যুগ্ন সাধারন সম্পদক-এডমিন), লিও সাদাত হোসেন (যুগ্ন সাধারন সম্পাদক- প্রজেক্ট), লিও সোহরাব হোসেন (কোষাধ্যক্ষ ), লিও নুসরাত মোড়ল স্বরণ (যুগ্ন কোষাধ্যক্ষ - এডমিন) ,লিও নারসিস সালাওয়া কাদের (যুগ্ন কোষাধ্যক্ষ -প্রজেক্ট),লিও মোঃনুরুল হক সিয়াম(চেয়ারপারসন-প্রজেক্ট ও ফান্ড রাইজিং), লিও আয়েশা সিদ্দিকা রুপা( অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাবের লিয়াজো), লিও মাহবুব রহমান রাকিব (চেয়ারপারসন-ব্রান্ডিং এন্ড প্রমোশন), লিও কাউসারি জাহান এ্যারিন (চেয়ারপারসন-LCI লিয়াজো) লিও মোঃসগীর আহমদ(টেইল টুইস্টার), লিও মোঃনুরুল ইসলাম(টেমার), লিও রাজু আহমেদ(ক্লাব ট্রেইনার), লিও জান্নাত চৌধুরী(ডিরেক্টর -ইনফরমেশন এন্ড টেকনোলোজি), লিও মুক্তা আক্তার চাঁদনী(ডিরেক্টর-ওমেন লিডারশীপ ডেভেলপমেন্ট), লিও সাদিয়া আফরীন(কো-অর্ডিনেটর -ট্রেইনিং এন্ড ওয়ার্কশপ), লিও মোঃনাঈম রেজা ভূঁইয়া(ডিরেক্টর-গেমস্ এন্ড স্পোর্টস), লিও মারজাহান আক্তার ঝুমু (কো-অরডিনেটর-মেম্বারশীপ ডেভেলপমেন্ট), লিও এস.এম রিফাইনুল হাসান(কো-অরডিনেটর-ইন্টারন্যাশনাল রিলেশনশিপ), লিও মোঃতানভীর আহমেদ(কো-অরডিনেটর : মিডিয়া এন্ড পাবলিক রিলেশনশিপ)।

এ বিষয়ে লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস এর প্রধান উপদেষ্টা লায়ন আজহার মাহমুদ (পি.এম.জে.এফ) জানান,"প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে তরুণ প্রজন্মকে শুধুমাত্র শিক্ষায় নয় উন্নত মানুষ হিসেবেও তৈরি হতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে সকল পরিবর্তনকে মোকাবেলা করে শক্তভাবে ভাবে টিকে থাকার। সেই সাথে নিজের কাজের জবাবদিহি করণে নিজেদের প্রস্তুত করতে হবে। আশা করি লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস এ সবাই একসাথে দেশের কল্যানে দেশ গড়ার কাজ করবে।"

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের একটি যু্ব সংগঠন সংগঠন হচ্ছে লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস। বিশ্বের প্রায় ১৪০ টি ও বেশি দেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল তাদের বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচী অব্যহত রেখেছে। ক্লাবটি যুব উন্নয়ন,শিশু উন্নয়ন,প্রবীণ উন্নয়ন,স্বাস্থ্যে,মানবাধিকার ইত্যাদি সেক্টরে তাদের কর্মসূচী পরিচালনা করে থাকেন।