রাবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস


রাবি টাইমস | Published: 2017-08-30 17:31:31 BdST | Updated: 2024-05-14 21:52:29 BdST

প্রথমবারের মতো নারী ছাত্র উপদেষ্টা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার (২৯ আগস্ট) তিনি ছাত্র উপদেষ্টা পদে যোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান পদত্যাগ করায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ড. জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব দিয়েছেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। ড. জান্নাতুল ফেরদৌস এর আগে হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন ছাত্র উপদেষ্টার যোগদানকালে দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ড. জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এমএ বারীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। তার প্রেক্ষিতে ছাত্র উপদেষ্টা পদে দায়িত্ব পেলেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

এসজে/ ৩০ আগস্ট ২০১৭