বশেমুরবিপ্রবির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


টাইমস ডেস্ক | Published: 2020-10-12 15:24:26 BdST | Updated: 2024-05-18 15:17:15 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মনীষা হিরার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোর ৬ টায় গোপালগঞ্জের সবুজবাগে ভাড়া বাসার একটি কক্ষে মনীষার ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা। বিভাগটির শিক্ষকেরা ধারণা করছেন, বিষণ্ণতা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে ঐ শিক্ষার্থী।

জানা যায়, গত ছয়মাস ধরে মনীষা ঘরের বাইরে যায়নি। এমনকি দীর্ঘদিন ধরে বন্ধুদের সাথে তার যোগাযোগও বিচ্ছিন্ন ছিল। এদিকে নভেম্বরের ২ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল মনীষা হিরার। মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।