চার মাস পর রাবিতে কোষাধ্যক্ষ নিয়োগ


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-08 15:40:20 BdST | Updated: 2024-05-14 22:29:00 BdST

দীর্ঘ চার মাস শূন্য থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেন।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া নতুন কোষাধ্যক্ষ এখন হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। সেখান থেকে ফিরলেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪ (১) ধারা অনুযায়ী মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে চ্যান্সেলর মো. আবদুল হামিদ সম্মতি জ্ঞাপন করেছেন। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন।

এ বিষয়ে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুল বারী বলেন, ‘আজ দুপুরে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগের বিষয়টি আমাকে জানানো হয়েছে। জারি করা প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। তবে অফিশিয়াল ফ্যাক্স এখনো পাইনি। নিয়োগ পাওয়া নতুন কোষাধ্যক্ষও হজ পালনের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তিনি আসার পর যোগদান করবেন।’

গত ৬ মে রাবির সর্বশেষ কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েনউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হয়। এর পর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। এতে করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। আটকে আছে গত বছর জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটিতে (একনেক) বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে (মাস্টার প্লান) পাস হওয়া ৩৬৩ কোটি টাকার মেগা প্রকল্পও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা দ্রুত এ পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

টিআর/ ০৮ সেপ্টেম্বর ২০১৭