বিজয় দিবসে বিজয় একাত্তর হলে '২য় জাতীয় বিজয় বিতর্ক' অনুষ্ঠিত


Dhaka | Published: 2020-12-17 06:11:06 BdST | Updated: 2024-05-18 23:47:45 BdST

"যুক্তির আঁচলে লালিত হোক বিজয়ের মর্মবাণী, আপোষ না করা বাঙ্গালির স্বাধীনতা সংগ্রামের মর্মন্তুদ কাহিনী" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা  '২য় জাতীয় বিজয় বিতর্ক উৎসব ২০২০' অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের বিজয় বিতর্ক উৎসব একটি বাৎসরিক আয়োজন, যা প্রতি বছরই বিজয়ের মাসে আয়োজিত হয়। এ বছর করোনা অতিমারীর কারণে বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম পরিচালিত না হওয়ায় বিজয় বিতর্ক উৎসবও আয়োজিত হয়েছে অনলাইনে।

১৪-১৬ ডিসেম্বর তিনদিন ব্যাপী ডিস্কর্ড অ্যাপের মাধ্যমে পুরো প্রোগ্রাম সম্পন্ন হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে। ১৬ ডিসেম্বর ফাইনাল বিতর্ক সম্পন্ন হয়।

এতে চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া বিতর্ক অঙ্গন আর রানার আপ হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

ফাইনাল বিতর্কে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির এবং বিশেষ অতিথি বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর জাহিদুল ইসলাম সানা।

তারা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। করোনা মহামারীর মধ্যেও ২য় জাতীয় বিজয় বিতর্ক ২০২০ আয়োজন করায় তারা বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবকে সাধুবাদ জানান ও ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করে দিক নির্দেশনা দেন।

বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর জাহিদুল ইসলাম সানা বলেন, এটি একটি সুন্দর আয়োজন। করোনার এই সংকটে যদিও আমরা এই বিতর্কটি সশরীরে আয়োজন করতে পারেনি কিন্তু অনলাইনে আয়োজনটি ই খুবই সুন্দর ভাবে সফল হয়েছে। শিক্ষার্থীদের উদ্দমতা আরো বেশি করে ধরে রাখতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমাদের এই শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।