‘বঙ্গবন্ধুকে মেরে ফেলা যায়, কিন্তু বিনাশ করা যাবে না’


Noakhali | Published: 2020-12-23 01:40:01 BdST | Updated: 2024-05-18 23:28:41 BdST

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেরে ফেলা যায়, কিন্তু তাকে বিনাশ করা যাবে না। তার হাত ভেঙে ফেলা যায়, কিন্তু একটি হাত ভাঙার কারণে দেশের কোটি জনতা রাস্তায় নেমে এসেছে। যারা এ ঘৃণ্য কাজ করেছে তাদের এখান থেকেই বিষয়টি উপলদ্ধি করতে হবে।

কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইবি উপাচার্য আরও বলেন, ‘আমরা অনেকেই পিতা হতে পারি না। কিন্তু ৫২ বছরের জাতির জনককে ‘জাতির পিতা’ বলি; এটা এমনিতে হয়নি। হিমালয়ের গায়ে আঁচড় দিয়ে তাকে ভেঙে ফেলবেন— এটা অসম্ভব। তাকে ভেঙে ফেলার, মুছে ফেলার দুঃস্বপ্ন যারা দেখেছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই—আগুন নিয়ে খেলবেন না।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, কেন্দ্রীয় ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরেফিন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

তবে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন হলেও এ সময় বেশিরভাগ শিক্ষকদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।