ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-12-28 00:43:12 BdST | Updated: 2024-05-18 16:32:12 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তৌহিদুল ইসলাম সিয়াম নামে ওই শিক্ষার্থী আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের সহপাঠী ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বায়েজিদ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সিয়াম। পরে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পায়।

কি কারণে আত্মহত্যা করেছেন- তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সিয়ামের চাচা মুকুল সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, লাশ এখনও দাফন করা হয়নি। তবে আত্মহত্যার সুনির্দ্দিষ্ট কোন কারণ পাওয়া যায়নি।

সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এই শিক্ষার্থীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জের হিজলায়।

এ ব্যাপারে ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, আমি তার আত্মহত্যার খবর পেয়েছি। কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। যার কারণে আত্মহত্যার পেছনের কারণ জানিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয় মাত্র শুনলাম। খোঁজ নিচ্ছি।

এর আগে পারিবারিক কলহের জেরে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানা ইয়াসমিন। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমানা ঢাবির পুষ্টিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এছাড়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে ট্রেনিংরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।