ছুটি ছাড়া বিদেশি ডিগ্রি, ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-12-31 17:07:49 BdST | Updated: 2024-05-18 16:47:22 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল তিনটায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামান।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মুফিজুর রহমান। তিনি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্তমান প্রাধ্যক্ষ।

সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক মুফিজুর রহমান ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন থেকে মিডিয়া স্টাডিজ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রী অর্জন করতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেননি। এটা নিয়ে পরবর্তীতে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া হয়। তার প্রেক্ষিতে সিন্ডিকেট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির।

এ বিষয়ে অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল বলেন, অভিযোগের বিষয়টি লিখিতভাবে সিন্ডিকেটে পড়ে শোনানো হয়নি। নথিপত্র পেলে যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়া হবে।